রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকায় একটি বাসায় মায়ের সঙ্গে অভিমান করে মো. আরহাম আহমেদ সাদ (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (১৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৪০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাদের চাচা মাহমুদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার ভাতিজা বিডিআর মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। মায়ের সঙ্গে খাবার নিয়ে অভিমান করে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাজধানীর এলিফ্যান্ট রোডের ৩৫৫ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকত আরহাম। গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এসকেডি