আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ মে) ভোর ৫টায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত হোসেনের বড় বোন মোমেনা আক্তার ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই একটি স্বর্ণের দোকানে কাজ করত। গতকাল শুক্রবার (১৩ মে) সকাল ৯টায় বাসা থেকে স্বর্ণের দোকানে যাওয়ার সময় পথিমধ্যে কয়েকজন যুবক গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পড়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেলে আইসিইউ বেড ফাঁকা না থাকায় আমরা দ্রুত ধানমন্ডির একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করি। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়। ছিনতাইকারীদের হামলায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) নুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, যুবকের মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রায়ের বাজার এলাকায় এলেক্স ইমন এবং ডাইল্লা হৃদয়ের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। হোসেন এলেক্স ইমন গ্রুপের সদস্য ছিলেন। গতকাল আমরা এলেক্স ইমন গ্রুপের ইমনকে গ্রেপ্তার করি। এ সুযোগে ওই গ্রুপের বাকি সদস্যরা হোসেনকে ছুরিকাঘাত করে বলে জানতে পেরেছি। তবে পরিবার দাবি করছে, এটি ছিনতাইয়ের ঘটনা। আমরা এমন ঘটনার কোনো প্রমাণ পাইনি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি