রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তারের নাম মোছা. ফিরোজা বেগম।

সোমবার (১৬ মে) পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি জানান।

তিনি বলেন, রোববার রাতে আমাদের কাছে গোপন খবর আসে পল্লবী থানাধীন ১২নং সেকশন এলাকায় একজন মাদক কারবারি ইয়াবা বিক্রি করছেন। গোপন তথ্যের ভিত্তিতে আমাদের থানার একটি টিম ১২নং সেকশনের উত্তর কালশী ইসিবি রোডের শতক ফুয়েল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর সময় এক হাজার পিস ইয়াবাসহ ফিরোজাকে গ্রেপ্তার করা হয়।

পল্লবী থানায় রুজু করা মাদক মামলায় রিমান্ড আবেদন করে ফিরোজাকে আদালাতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/আইএসএইচ