আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর সিমরিন সি সিং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৬ মে) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

হাইকমিশন জানায়, সাক্ষাতে হাইকমিশনার ও আইএলওর কান্ট্রি ডিরেক্টর মালদ্বীপে কর্মরত বাংলাদেশিসহ প্রবাসীদের বিভিন্ন বিষয় যেমন বেতন-ভাতা, ভিসা, আবাসন, চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয়ে ভবিষ্যতে প্রবাসীদের সমস্যাসমূহ সমাধানের ক্ষেত্রে মালদ্বীপ সরকারকে সহযোগিতা ও একযোগে কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

সম্প্রতি মালদ্বীপের ডিফেন্স মিনিস্টার আহমেদ মারিয়া দিদির সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনার আজাদ। সাক্ষাতে ভাতৃপ্রতিম উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

এনআই/আইএসএইচ