বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন টিম ও র‌্যাবের যৌথ অভিযানে রাজধানীর মিরপুর-২ এলাকার মিরপুর শপিং কমপ্লেক্সের ৭টি দোকান থেকে অনুমোদনবিহীন ২১৩টি মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে। ৬ জনকে আটকও করা হয়েছে। 

দোকানগুলোর মধ্যে মোবাইল ল্যাব থেকে ৩৪টি, মোবাইল অ্যান্ড গেজেট থেকে ৩১টি, টেক ফ্যাক্টরি থেকে ৯টি, গ্যাজেট ভিলা-৬৩৯ থেকে ৩৩টি, গ্যাজেট ভিলা-৬৬২  থেকে ৩১টি, গ্যাজেট ভিলা-৬৭১ থেকে ৩৩টি এবং কোরাস থেকে ৪২টি হ্যান্ডসেট জব্দ করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন মোবাইল হ্যান্ডসেটের ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১, (সংশোধিত-২০১০) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এনএফ