রাজধানীর খিলগাঁও থানার জোড়পুকুর এলাকায় বিদ্যুতের নতুন খুঁটি স্থাপনের সময় মাথায় পড়ে আব্দুর রশিদ (৫০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ মে) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রশিদের ছেলে ফরিদ ঢাকা পোস্টকে বলেন, আমার বাবা পেশায় একজন রিকশাচালক। রিকশা চালিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটি আমার বাবার মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় আমার বাবা আর নেই। তারা খুঁটি বদল করছেন কিন্তু তাদের কোনো সেফটি নেই, তাদের সেফটি থাকলে আমার বাবা আজ বেঁচে যেতেন। আমার বাবার হত্যার বিচার চাই।

তিনি আরও জানান, তারা খিলগাঁও থানার গোড়ান হাড়ভাঙ্গা এলাকার ভাড়া থাকেন। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার পঞ্চদশ গ্রামে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা খিলগাঁও থানাকে জানিয়েছি। সেখান থেকে একজন পুলিশের উপ-পরিদর্শক এসেছেন। বিষয়টি তারাই তদন্ত করছেন।

এসএএ/আইএসএইচ