রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল প্রতিবাদী ক্লাব ক্যানেলের পাড়ে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০-৪০ বছর।

মঙ্গলবার (২৪ মে) মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ আলম ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মৃধাবাড়ি জিয়া সরণি রোড এলাকার প্রতিবাদী ক্লাব সংলগ্ন ক্যানেলের পাড় থেকে নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করি। সিআইডির ফরেনসিক বিভাগকে খবর দিলে তারা এসে আলামত সংগ্রহ করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় আমরা এখনো জানতে পারিনি। ড্রামের ভেতরে কেমিক্যালের কারণে তার শরীর পচে গেছে। কয়েকদিন আগে এই ব্যক্তিকে কেউ হত্যা করে ড্রামের ভেতর ঢুকিয়ে রেখেছিল। তাকে দেখে চেনার কোন উপায় নেই। সিআইডির ফরেনসিক বিভাগ আলামত সংগ্রহ করলেও শরীর পচে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

এসএএ/এসকেডি