উজবেকিস্তানের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।

সোমবার (২৩ মে) তাসখন্দে উজবেকিস্তানের বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

দূতাবাস জানায়, রাষ্ট্রদূত বাংলাদেশের সাফল্য ও অভিজ্ঞতা এবং উজবেকিস্তানের প্রাকৃতিক গ্যাস ও উৎকৃষ্ট মানের তুলা ব্যবহার করে  পোশাক ও বস্ত্রশিল্প, ফার্মাসিউটিক্যালস এবং লেদারসহ বিভিন্ন সম্ভাবনাময় সেক্টরে দু’দেশের উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশে বিদ্যমান উদার বিনিয়োগের সুযোগ সুবিধা কাজে লাগাতে উজবেক ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রস্তাব দেন।

উজবেক এফবিসিসিআই এবং অ্যাসোসিয়েশন অফ এক্সপোটার্স আয়োজিত অনুষ্ঠানে দেশটির বিভিন্ন সেক্টরের বিনিযোগকারীরা অংশগ্রহণ করেন।

এনআই/ওএফ