দিয়াবাড়িতে মেট্রোরেল এলাকা পরিদর্শনে পরিকল্পনামন্ত্রীসহ অন্যরা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে (১৬ ডিসেম্বর) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেটের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল জাদুঘর উদ্বোধনের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন। এছাড়া মেট্রোরেল প্রকল্প পরিচালক আফতাবউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। 

এম এ এন সিদ্দিক বলেন, এ মাসের ২০ তারিখে জাপান থেকে ওয়াগনসহ রেল দেশের উদ্দেশ্যে রওনা দেবে। ২৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে। 

তিনি বলেন, আগামী জুলাই মাসে আমরা অগ্রগতির ওপর নির্ভর করে ফাইনাল বলতে পারবো ডিসেম্বরে চালু করা হবে কি-না। 

এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মেট্রোরেল চালু করতে পারলে আমরা একটা মাইলফলকে পৌঁছে যাব। আমার দৃঢ় বিশ্বাস, চলতি বছরের ১৬ ডিসেম্বরে এ রুট দিয়ে প্রাথমিকভাবে মেট্রোরেল চালু করতে পারব।

ঢাকার প্রথম মেট্রোরেল বাস্তবায়িত হচ্ছে জাপানের সহযোগিতায়। এতে ব্যয় হচ্ছে প্রায় ২২ হাজার কোটি টাকা।

এসআর/এসএম