আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের গণমাধ্যম সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডট কম।
 
এ উপলক্ষে শনিবার (২৮ মে) ঢাকা পোস্ট কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা পোস্ট-এর সম্পাদক মহিউদ্দিন সরকার ও আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর গভর্নিং বডির সদস্য আরেফীন দিপু। আরো উপস্থিত ছিলেন ঢাকা পোস্ট-এর বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার এইচ এম গোলাম মুর্তজা এবং ঢাকা পোস্ট-এর ক্রীড়া সম্পাদক আপন তারিক।

দেশের সব শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার একটি প্রয়াস এই আইসিটি অলিম্পিয়াড। এতে সারাদেশ থেকে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা আশা করছেন।

আয়োজকরা জানান, অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তেমনি তাদের পছন্দের বিষয়ে দক্ষ হতে পারবে। ছয়টি ক্যাটাগরি এবং দশটি আলাদা সেগমেন্টে সাজানো হয়েছে পুরো অলিম্পিয়াড। ওয়েব ডেভলপমেন্ট, ব্লক চেইন, রোবোটিক্স-এর মতো দশটি আলাদা বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ থাকছে এখানে। 

শিক্ষার্থীদের সচেতনতায় আইসিটি অলিম্পিয়াড বিভাগীয় পর্যায়ে সাতটি সম্মেলন করেছে এবং সর্বশেষ চট্টগ্রামে ৭ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেডএস