ব্লেন্ডারে মিলল আধা কেজি স্বর্ণ, আটক ২
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাতে আটক দুই ব্যক্তি
মালয়েশিয়া থেকে ব্লেন্ডারে করে অবৈধভাবে আধা কেজি স্বর্ণ নিয়ে আসার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন- আমির হোসেন ও আলমগীর হোসেন। তারা দুজনই শরীয়তপুরের জাজিরার বাসিন্দা।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন দুই যাত্রী। সন্দেহ হলে বিমানবন্দর এপিবিএন তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি ব্লেন্ডারের দিকে চোখ যায় এপিবিএন সদস্যদের। পরে ব্লেন্ডারে অভিনব কায়দায় লুকানো আধা কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, দানেশ নামে আরেক মালয়েশিয়ান প্রবাসী ব্লেন্ডারে করে স্বর্ণ দেশে নিয়ে আসার জন্য তাদের দিয়েছেন। এ স্বর্ণ দানেশের বাড়ি শরিয়তপুরের জাজিরায় তার স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের। আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এমসিএ/আরএইচ