বাড্ডায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের খোঁজে অভিযান
রাজধানীর বাড্ডার বিভিন্ন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৯ মে) দুপুর ১২টার দিকে অধিদপ্তরের সহ-পরিচালক ফাহমিনা আক্তারের নেতৃত্বে ঢাকা ক্রাউন মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
অভিযানের শুরুতে তিনি বলেন, অবৈধ অর্থাৎ অনিবন্ধিত ও নবায়নবিহীন কিনা যাচাই করতে ঢাকা ক্রাউন মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়। আমরা কাগজপত্রসহ বিভিন্ন বিষয় চেক করছি। আপাতত কোনো অনিয়ম পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানিক দলটি ডগমা হাসপাতালসহ আশপাশের ক্লিনিক ও ডাগায়নিস্টিক সেন্টারে চালাবে।
গত বৃহস্পতিবার (২৬ মে) দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। এ সময়ের পর নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে।
এমএসি/ওএফ