ছিনতাইকারীকে হাতেনাতে আটক করল ট্রাফিক পুলিশ
চট্টগ্রামের দুই নম্বর গেইট এলাকায় ডিউটি পালনকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছেন ট্রাফিক পুলিশ।
বুধবার (১ জুন) সকাল ১০টার দিকে ছিনতাইকারী মোহাম্মদ ইকবালকে (৩২) আটক করে পাঁচলাইশ থানায় হস্তান্তর করেন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (পাঁচলাইশ) মোহাম্মদ মঞ্জুর হোসেন। ঢাকা পোস্টকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ঘটনার বর্ণনা করতে গিয়ে মঞ্জুর হোসেন বলেন, বুধবার সকালে দুই নম্বর গেইট পুলিশ বক্সের সামনের সড়কে আমরা ডিউটি পালন করছিলাম। সেখানে মো. জাহিদুল ইসলাম নামে একযাত্রী আগ্রাবাদের বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন।
এসময় তার হাতে থাকা মোবাইলটি ইকবাল ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জাহিদুল চিৎকার করলে পুলিশ বক্সের সামনে থেকে ইকবালকে আমরা আটক করি। এসময় আমি ও প্রকাশ (ডিউটিরত আরেক পুলিশ) কিছুটা আঘাত পেয়েছি।
বিজ্ঞাপন
তিনি ঘটনাটি পাঁচলাইশ থানাকে জানান। পরে থানা পুলিশ ইকবালকে নিয়ে যায়। চুরি যাওয়া মোবাইল ফোনটি মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কেএম/এমএইচএস