মতিঝিলে বৈদ্যুতিক খুঁটিতে আগুন
রাজধানীর মতিঝিল এলাকার বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ।
বৃহস্পতিবার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টা ৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন বৈদ্যুতিক খুঁটি পর্যন্ত সীমাবদ্ধ ছিল।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
এমএসি/আইএসএইচ