অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মামলায় আসামির বিরুদ্ধে অর্ধ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সোমবার (৬ জুন) দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আমির হোসাইনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে বিষয়টি জানা গেছে। 

মামলার এজাহারে বলা হয়, অনুসন্ধান শেষে ২০১৮ সালে দুদক আইনে পরিমল কুমার কুরীর নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। এরপর সম্পদ বিবরণী যাচাই করে তার বিরুদ্ধে ৩৬ লাখ ১২ হাজার ৬৭৯ টাকার সম্পদের তথ্য গোপন ও ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৫০ লাখ ৪৩ হাজার ৫১৬ টাকার সম্পদের মালিকানার প্রমাণ পাওয়া যায়।

পরিমল কুমার কুরী এ সম্পদের মালিকানা ও উৎস গোপন করার চেষ্টা করেছেন। যে কারণে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হলো।

আরএম/আরএইচ