চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধদের সহায়তার জন্য স্বেচ্ছাসেবক লীগ লালবাগ চকবাজার থানার উদ্যোগে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে একটি মানবিক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

রোববার (৫ জুন) রাতে লালবাগ চকবাজার থানার সিনিয়র সহ-সভাপতি মিয়া মো. খালেদ রাজুর নেতৃত্বে এই মানবিক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ চকবাজার থানার সিনিয়র সহ-সভাপতি মিয়া মো. খালেদ রাজু ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমানের নির্দেশনায় দগ্ধদের রক্ত, ওষুধ ও মানবিক সহায়তা দেওয়ার জন্য একটি কেন্দ্র খোলা হয়েছে। ২৪ ঘণ্টা পালাক্রমে এই মানবিক সহায়তা কেন্দ্র চালু থাকবে। দগ্ধদের স্বজনদের কারো কোনো কিছু দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেটা ব্যবস্থা করে দেব।

তিনি আরো বলেন, আমাদের এখানে সার্বক্ষণিক পানি, স্যালাইন ও শুকনো খাবার মজুত রয়েছে। যাদের গোসল করার জায়গা নেই আমাদের স্বেচ্ছাসেবক তাদের সেটি ব্যবস্থা করবেন। সার্বিক বিষয় তদারকির জন্য আমাদের ২০ সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে।

মানবিক সহায়তা কেন্দ্রে ঢাকা মেডিকেল কলেজ ইউনিট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল মিয়া ও সহ-সভাপতি মো. কাশেম এবং আনন্দবাজার ইউনিট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. লিটন মিয়া ও সাধারণ সম্পাদক পারভেজের নেতৃত্বে  সার্বক্ষণিক এই কেন্দ্রে ভলেন্টিয়ার টিম থাকবে।

এসএএ/জেডএস