সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আকাশের মেঘপুঞ্জ নিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে। ডিএমপি পরিচালকের সূত্র দিয়ে বলা হচ্ছে, আকাশের মেঘপুঞ্জে হাইড্রোজেন পার-অক্সাইড গ্যাস মিশে গেছে। যেটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। তাছাড়া ডিএমপি পরিচালক নামে এমন কোনো পদও নেই পুলিশে।

আল এক্সে সিফাত, এম ইয়াসিন মাহমুদ, রেইনুল কবীর রেইন এবং এস এম সেলিম রেজা নামক ফেসবুক আইডি থেকে বলা হচ্ছে, ‘সবাইকে সর্তক করা হচ্ছে আগামী ১০-১৫ দিনের মধ্যে কোন বৃষ্টি আসলে কেউ এটাতে ভিজবেন না। চট্টগ্রাম সীতাকুণ্ড ভয়াবহ আগুনে যে, রাসায়নিক কেমিক্যালগুলো ঝলসে গেছে, তার ফলে আকাশের মেঘপুঞ্জে হাইড্রোজেন পার অক্সাইড গ্যাস মিশে গিয়েছে। সকলকে সতর্ক বার্তাটি প্রদান করুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন৷ বিশেষ করে শিশু ও বৃদ্ধদের বৃষ্টির সময় ঘর থেকে বের হতে দিবেন না। - ডিএমপি পরিচালক’

এ প্রসঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ছানাউল হক মন্ডল ঢাকা পোস্টকে বলেন, ‘পরিবেশ দূষণ সম্পর্কিত আমাদের কোনো পূর্বাভাস থাকে না। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। কারণ আপাতত এই ধরনের কোনো এনালাইসিস আমাদের নেই।’

তিনি আরও বলেন, ‘এটার কোনো ভিত নেই। আমার জানা মতে এই ধরনের কোনো তথ্য আবহাওয়া অধিদপ্তরে নেই বলেই জানি।’

এসআর/এমএইচএস