চট্টগ্রামের হাটহাজারীর ঠান্ডাছড়ি এলাকায় স্মার্ট গ্রুপের আল-রাজী কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডের হাইড্রোজেন পার-অক্সাইড কারখানাটি বন্ধ করে সরিয়ে নেওয়ার দাবি উঠেছে।

সোমবার (৬ জুন) বিকেলে কারখানার সামনে সাধারণ মানুষ এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, অবৈধভাবে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে আল-রাজী কেমিক্যাল কারখানা। এটি পরিবেশ ও এলাকায় বসবাসকারীদের জন্য মারাত্মক হুমকির। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

বিভিন্ন সময়ে এ বিষয়ে মালিকপক্ষ ও প্রশাসনকে জানানো হলেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাফর, নগর ছাত্রলীগের সদস্য গাজী আক্কাস, স্থানীয় বাসিন্দা মনজুরুল আলম।

উল্লেখ, সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ৪১ জন প্রাণ হারিয়েছেন। সেই ডিপোর মালিকানায় রয়েছে স্মার্ট গ্রুপ। সেখানে হাইড্রোজেন পার-অক্সাইডের কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, আল-রাজী কেমিক্যালের কারখানাটি থেকে তৈরি করে হাইড্রোজেন পার-অক্সাইড ডিপোতে রাখা হয়েছিল। 

কেএম/এমএইচএস