হাট-বাজারের বাইরেও খাসজমিতে নির্মাণ করা যাবে মার্কেট
হাট-বাজারের সীমানার বাইরে সরকারি খাসজমিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে বহুতলবিশিষ্ট মার্কেট নির্মাণ করা যায় না। তবে বিষয়টি সংশোধন করতে একটি নীতিমালা তৈরি করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়।
এর ফলে হাট-বাজারের সীমানার বাইরে খাসজমিতে মার্কেট নির্মাণ করা যাবে। এতে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যক্রম বাড়বে, ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছে ভূমি মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘হাট ও বাজারের পেরিফেরি বহির্ভূত সরকারি খাসজমিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক বহুতলবিশিষ্ট মার্কেট নির্মাণ’ নির্দেশাবলী/নীতিমালা প্রস্তুত বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভূমিমন্ত্রী বলেন, এ ধরনের বহুতল মার্কেট নির্মাণ হলে তাতে স্থানীয় প্রকৃত ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করতে হবে। ব্যবসায়ীদের বিনিয়োগ নিরাপত্তার নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন- অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের মালিকানাধীন বিদ্যমান হাট-বাজারের সীমানার মধ্যে অবস্থিত খাসজমিতে বহুতল মার্কেট নির্মাণের জন্য পৃথক নীতিমালা রয়েছে। এই নীতিমালায় হাট-বাজারের বাইরের খাসজমিতে মার্কেট নির্মাণের কোনো বিধান নেই।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিজ নিজ এলাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ নানা কারণে হাটবাজারের সীমানার বাইরে সুবিধাজনক খাসজমিতে বহুতল মার্কেট নির্মাণ করার জন্য ভূমি মন্ত্রণালয়ের কাছে খাসজমি বরাদ্দের আবেদন জানিয়ে থাকে।
এসএইচআর/ওএফ