চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেনার ডিপোতে কেমিকেল বিস্ফোরণে দগ্ধ শরিফ (১৮) নামে একজনকে চট্টগ্রাম থেকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

আজ বুধবার ভোরে তাকে চট্টগ্রাম থেকে শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, শরিফ নামে একজনকে আনা হয়েছে। তার শরীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। এই নিয়ে দগ্ধ ২০ জন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে খালেদুর রহমানের কোভিড পজিটিভ হওয়ায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া এনামুল ও রাসেলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের দুইকর্মীসহ চারজন আইসিইউতে আছেন। 

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বহু মানুষ। 

এসএএ/এনএফ