যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাফেলো সিটির মেয়র বায়রন ডব্লিউ ব্রাউনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১০ জুন) বাফেলোর মেয়রের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

কনস্যুলেট জেনারেল জানায়, সাক্ষাতে কনসাল জেনারেল বাফেলো সিটি এলাকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় এবং অর্থবহ উদ্যোগ ও ভূমিকার জন্য মেয়রকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কমিউনিটির কল্যাণে আগামী দিনগুলোতে একসঙ্গে অধিকতর ঘনিষ্ঠভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। মেয়র বাফেলোতে বসবাসরত বাংলাদেশিদের ভালো বন্ধু হিসেবে আখ্যায়িত করে তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতার প্রশংসা করেন। 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হওয়ায়, এ বছরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে কনসাল জেনারেল আগামীতে দু’দেশের মধ্যেকার বিরাজমান সহযোগিতার ক্ষেত্রসমূহ আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাফেলোতে বাংলা ভাষাভাষীর সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি হওয়ার বিষয়টি উল্লেখ করে কনসাল জেনারেল বাফেলোতে বাংলা ভাষাকে আরও ব্যাপকভাবে ব্যবহার ও প্রসারের বিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, চেতনা ও গুরুত্ব এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে ৫২’র ভাষা আন্দোলনের অবদান সম্পর্কে মেয়রকে ব্যাখ্যা করেন কনসাল জেনারেল। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও বিকশিত করার জন্য ফিল্ম ফ্যাস্টিভাল, ফুড ফ্যাস্টিভাল ও বাংলাদেশের ওপর চিত্র প্রদর্শনীর আয়োজন করা যেতে পারে যা বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরিতে সহায়তা করবে বলে বৈঠকে মত প্রকাশ করা হয়।

বৈঠকে কনসাল জেনারেল মেয়র বায়রনকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের দৃশ্যমান আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবহিত করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব নীতি ও পদক্ষেপের কথা তুলে ধরেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সাফল্যগাথা শুনে মেয়র ব্রাউন অভিভূত হন।

এনআই/ওএফ