মেয়েটিকে একা পেয়ে পেছন থেকে জাপটে ধরতে চায় বখাটে
প্রতীকী ছবি
রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোকাল পারসন (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
বিজ্ঞাপন
তিনি বলেন, হাজারীবাগের ঝিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সামনে থেকে এক বাবা সকাল সাতটার দিকে ‘জাতীয় জরুরি সেবা’ নম্বরে কল করে জানান, তার মেয়ে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠার জন্য পায়ে হেঁটে বাস থেকে ঝিগাতলা যাওয়ার পথে এক বখাটে তার মেয়েকে একা পেয়ে পেছন থেকে জাপটে ধরার চেষ্টা করে।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই বখাটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়ের ফোনকল পেয়ে তিনিও ঘটনাস্থলে হাজির হন। এরপর এলাকার লোকজন মিলে ছেলেটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন।
বিজ্ঞাপন
এরপর তিনি ৯৯৯ নম্বরে কল করে আইনি সহায়তার জন্য অনুরোধ জানান। ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. ফয়েজ কলটি রিসিভ করেন। কনস্টেবল ফয়েজ তাৎক্ষণিকভাবে হাজারীবাগ থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
আনোয়ার সাত্তার বলেন, সংবাদ পেয়ে হাজারীবাগ থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহায়তায় শ্লীলতাহানির অভিযোগে মাহবুব মোর্শেদকে (২৬) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
হাজারীবাগ থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এস আই মিজানুর রহমান ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেন।
এমএসি/আরএইচ