চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের ঘেঁড়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র। তিনি বলেন, জোরারগঞ্জে করেরহাট এলাকায় একটি দ্রুতগতির পাথর বোঝাই ট্রাক ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা চালক মো. ইউসুফ ও যাত্রী মো. রুবেল নিহত হন। ঘটনার পরপর ট্রাকটি জব্দ করা হয়েছে৷ তবে চালক পালিয়ে গেছেন।

নিহত মো. রুবেল (৩০) জোরারগঞ্জ থানার ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আর মো. ইউসুফ একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের বাসিন্দা। তিনি ব্যাটারিচালিত রিকশার চালক। 

কেএম/আইএসএইচ