মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ
মালদ্বীপের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী ড. ইব্রাহিম হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (১৪ জুন) মালদ্বীপের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
হাইকমিশন জানায়, শিক্ষামন্ত্রী সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার এবং মালদ্বীপের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়ন ও সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। সাম্প্রতিক বছরে বন্ধুপ্রতীম দুটি দেশের সরকার প্রধানদের সরকারি সফরের কথাও তিনি উল্লেখ করেন। তিনি মালদ্বীপের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অপরিসীম ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি উভয় দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারকরণ এবং মালদ্বীপের আর্থিক সহায়তায় বাংলাদেশি উদ্যোক্তার মাধ্যমে কারিগরি ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন, কৃষি খামার ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন।
হাইকমিশনার মালদ্বীপের পক্ষ থেকে এ ধরনের কোনো অনুরোধ পেলে তা বাংলাদেশ সরকার কর্তৃক সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি উভয় দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
এ সময় হাইকমিশনের তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া ও মন্ত্রণালয়ের দু'জন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এনআই/জেডএস