নকল বই বিক্রির দায়ে চট্টগ্রামের আন্দরকিল্লার পাঠক বুকস নামক একটি বইয়ের দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি নকল বইগুলো জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জুন) দুপুরে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহর নেতৃত্বে একটি দল আন্দরকিল্লার বই মার্কেটে অভিযান চালায়। 

চট্টগ্রামে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ ঢাকা পোস্টকে বলেন, পাঠক বুকসে অভিযান চালিয়েছি। দ্য রয়েল সায়েন্টিফিক পাবলিকেশনের নবম-দশম ও একাদশ শ্রেণির বিজ্ঞান সহায়ক একটি বই তারা নকল করে বিক্রি করছিল।

তিনি জানান, নকল বইয়ে পেজ মিসিং, লেখা অস্পষ্ট এবং কিছু কিছু ক্ষেত্রে ফর্মা নেই। ছাত্র-ছাত্রীরা এ ধরনের বই কিনে অত্যন্ত ক্ষতির সম্মুখীন হবে। আর নকল বইটির ছাপাও নিম্নমানের। নকল বইয়ের সঙ্গে অরিজিনাল বইয়ের অনেক পার্থক্য। তারা বিষয়টি স্বীকারও করেছে।

মো. ফয়েজ উল্যাহ বলেন, আমাদের কাছে মনে হয়েছে তারা নকল বইটির ছাপার সঙ্গেও জড়িত। ভোক্তা অধিকার আইনে তাদের ১ লাখ টাকা জরিমানা করেছি। নকল বই বিক্রি না করার জন্য বলেছি। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। 

কেএম/আরএইচ