বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার (১৫ জুন) কক্সবাজারের একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। এ সময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

পাবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম চুক্তিতে স্বাক্ষর করেন। ইউজিসির পক্ষে স্বাক্ষর করেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

এ সময় কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মো. আবু তাহের এবং বিশ্ববিদ্যালয়ের এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পরিচালক মো. মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এএজে/আইএসএইচ