গৃহশ্রমিকদের নিরাপত্তা : আইএলও কনভেনশন ১৮৯ অনুসমর্থনের দাবি
গৃহশ্রমিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আইএলও কনভেনশন ১৮৯ অনুসমর্থনের দাবি জানিয়েছেন ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের নেতারা। বৃহস্পতিবার (১৬ জুন) বিলস সেমিনার হলে বিলস সুনীতি প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
জনশুমারিতে গৃহশ্রমিকের তথ্য নেওয়া হচ্ছে এবং এর ফলে ডিজিটাল ডাটা পাওয়া যাবে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মাহফুজুল হক বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে শ্রমিকদের জন্য যে তহবিল রয়েছে সেখান থেকে গৃহশ্রমিকদের কল্যাণে ব্যয়ের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে ট্রেড ইউনিয়ন নেতাদের এগিয়ে আসতে হবে।
বিজ্ঞাপন
শ্রম অধিদপ্তরের পরিচালক ডা. আলপনা সরকার বলেন, গৃহশ্রমিকদের অধিকার নিশ্চিত করতে নিয়োগকারীদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। এ ব্যাপারে যথেষ্ট ঘাটতি রয়েছে।
বিশ্বের ৩০টি দেশ আইএলও কনভেনশন ১৮৯ অনুসমর্থন করেছে উল্লেখ করে হংকং থেকে অনলাইনে যুক্ত হয়ে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ওয়ার্কার্স ফেডারেশনের এশিয়া কোঅর্ডিনেটর আইপি ফিশ বলেন, বাংলাদেশও এই কনভেনশন অনুসমর্থনে এগিয়ে আসবে বলে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন আশা করে।
বিজ্ঞাপন
জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল বলেন, গৃহশ্রমিকরা যতদিন না শ্রম আইনে অন্তর্ভুক্ত হচ্ছেন ততদিন পর্যন্ত তাদের সুরক্ষায় নীতিমালায় যেসব নির্দেশনা উল্লেখ আছে সেগুলো প্রয়োগে সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে বিলস যুগ্ম মহাসচিব ডা. ওয়াজেদুল ইসলাম খান বলেন, গৃহশ্রমিকদের করুণ অবস্থা থেকে উদ্ধার করতে ট্রেড ইউনিয়নকে ঐক্যবদ্ধ আন্দোলনে মাঠে নামতে হবে। গৃহশ্রমিক নীতিমালাকে আইনে পরিণত করতে হলে সর্বাত্মক আন্দোলন করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন— গৃহশ্রমিক অধিকার ও প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন, উপ-পরিচালক ইউসুফ আল মামুন, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ফিরোজ হোসাইন, সলিডারিটি সেন্টার বাংলাদেশের প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।
এএসএস/এসএসএইচ