রাজধানীর কদমতলী, শাহবাগ ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এলাকা থেকে মোবাইল চোরচক্রের ১০ জনকে আটক করেছে র‍্যাব-৩। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক চোরাই মোবাইল, সিম ও নগদ টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন- মো. রাসেল (৩১), মো.ফরহাদ হোসেন (২৮), মো. আশরাফুল ইসলাম (৪৮), মো. আবুল কাশেম (২৮), মো. মিলন (৪৮), মো. সুলতান (২৭), মো.রাজু (৩০), মো. তৈয়ব আলী (৪০), শাওন ফকির (২১) ও মো. নাদিম (৩৫)।

আটকের সময় তাদের কাছ থেকে ১৪৭টি স্মার্টফোন, বাটন মোবাইল ২৯১টি, ট্যাব ২টি, সিমকার্ড ২টি ও নগদ ৩৫ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুন) র‍্যাব-৩ স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মোবাইল কেনা-বেচার বাণিজ্য নিয়ে তৎপর রয়েছে একটি চক্র। এসব মোবাইল ফোন বিভিন্ন মার্কেটের সামনে ভাসমান দোকানে গোপনে বিক্রি করে আসছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থান থেকে চুরি এবং ছিনতাই করা মোবাইল ফোনের ছিনতাইকারী চক্র সুকৌশলে বিভিন্ন সিন্ডিকেট প্রধানের সঙ্গে যোগসাজশে এসব চোরাই ফোন কেনা-বেচায় জড়িত রয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-৩ এর আভিযানিক দল শনিবার রাতে রাজধানীর কদমতলী, শাহবাগ এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

তিনি বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা মূলত ছিনতাই-চোরাই মোবাইল অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করে। আটকরা প্রত্যেকেই ফোন ছিনতাই-চোরচক্রের সদস্য এবং চোরাই-ছিনতাই মোবাইল কেনা-বেচার সঙ্গে জড়িত। আটকদের প্রধান টার্গেট পথচারীদের মোবাইল।

আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।

এমএসি/জেডএস