ভারতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূতদের ঢাকায় মিশন খোলার জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

রোববার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে এ তথ্য জানানো হয়।

জেসিসি বৈঠকে যোগ দিতে বর্তমানে একটি প্রতিনিধি দল নিয়ে নয়াদিল্লিতে অবস্থান করছেন ড. মোমেন। সেখানে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের অনাবাসিক রাষ্ট্রদূতরা মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে জানানো হয়, ড. মোমেন অনাবাসিক রাষ্ট্রদূতদের ঢাকায় মিশন খোলার জন্য আহ্বান জানান। তিনি দূতদের বলেন, ঢাকায় দেশগুলোর মিশন খোলা হলে তাদের সঙ্গে সম্পৃক্ততা বহুগুণে বাড়ানো সম্ভব।

এ সময় রাষ্ট্রদূতরা যার যার দেশের সঙ্গে ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ড. মোমেনের সঙ্গে আলোচনা করেন।

বর্তমানে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নসহ ৫০টি দেশের দূতাবাস ও হাইকমিশন রয়েছে। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান থেকে ঢাকার হয়ে অনাবাসিক রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন ৩৫ দেশের প্রতিনিধিরা।

নয়াদিল্লিতে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, বেলজিয়াম, চিলি, কিউবা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, মাল্টা, মরিশাস, মেক্সিকো, নিউজিল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, স্লোভাকিয়া, দক্ষিণ আফ্রিকা, সিরিয়া, তানজানিয়া, উগান্ডা ও ইয়েমেনের অনাবাসিক রাষ্ট্রদূত রয়েছেন।

এনআই/জেডএস