চট্টগ্রামের পতেঙ্গায় ছয় বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে আবদুস সালাম (৪৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে তাকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সোমবার (২০ জুন) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ আদেশ দেন।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম। 

তিনি বলেন, আদালতে আমরা ৮ জন সাক্ষীকে হাজির করেছিলাম। তাদের সাক্ষ্যের ভিত্তিতে আবদুস সালামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আদালত তাকে ৩ লাখ টাকা জরিমানা করেন, অনাদায়ে তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পরে আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

তিনি বলেন, ২০১৮ সালের ২ জুন পতেঙ্গা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেন আবদুস সালাম। ঘটনার সময় সালামের পরিবারের কেউ বাসায় ছিল না। ফলে শিশুটিকে বাসায় নিয়ে ধর্ষণ করে সালাম। পরে শিশুটি চিৎকার করলে মা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করে। ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজকে আদালত এ রায় দিয়েছেন। 

তিনি বলেন, মামলা দায়েরের পর আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে আছেন আসামি।

কেএম/আইএসএইচ