সহিংসতায় বন্ধ হওয়া সাত কেন্দ্রের ভোট ২৮ ফেব্রুয়ারি
নির্বাচন কমিশন ভবন
সহিংসতায় বন্ধ হওয়া সাতটি কেন্দ্রে ফের ভোটগ্রহণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পঞ্চম ধাপের পৌর নির্বাচনের সঙ্গে এ কেন্দ্রগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি’র নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৩৭ এর উপবিধি (৩) অনুসারে পৌরসভার বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে পুনঃভোট নেওয়ার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।
বিজ্ঞাপন
এ নির্বাচন পরিচালনার জন্য আইন-শৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে আগের নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে। কমিশনের নির্দেশনা অনুসারে পুনঃভোট ও প্রাসঙ্গিক অন্যান্য ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, নরসিংদী সদর পৌরসভার ১৭ নং বৌয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেয়র, ২ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ও ৪ নং সাধারণ আসনের কাউন্সিলর, ৩২ নং ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় (পূর্বপাশের ভবন ও বরাবর পশ্চিম পাশের ভবন), ৩৩ নং ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় (উত্তর পাশের ভবন ও পশ্চিম পাশের ভবন-দ্বিতীয় তলা), ৩৪ নং ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় (উত্তর পাশের ভবন ও পশ্চিম পাশের ভবন-নিচতলা) কেন্দ্রের মেয়র, ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ও ৮ নং সাধারণ আসনের কাউন্সিলর, শরীয়তপুর ডমুড্যা পৌরসভার ঠেংগারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মেয়র, ১ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ও ২ নং সাধারণ আসনের কাউন্সিলর, ডামুড্যা’র কুলকুড়ি মজিদ মাদবর বাড়ি ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রের মেয়র, ২ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ও ৫ নং সাধারণ আসনের কাউন্সিলর এবং নোয়াখালী সোনাইমুড়ি পৌরসভার কাঠালী মোহাম্মদীয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ও ৮ নং সাধারণ আসনের কাউন্সিলর পদের ফের ভোটগ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
এসআর/জেডএস