মাছ ধরতে গিয়ে নিখোঁজ ইয়াকুবের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ইয়াকুব আলীর (৬২) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুন) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইয়াকুব আলী রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় থাকতেন। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে ভাসমান অবস্থায় ইয়াকুব আলীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে স্থানীয়রা রেইনকোট পড়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাব্বির বলেন, ইয়াকুব আলীর বাসা থেকে একটু দূরে পুকুরে মরদেহটি ভেসে ওঠে। আশপাশের মানুষজন দেখে পরিবারকে খবর দেয়। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আমরা পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবো।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সোমবার (২০ জুন) বিকেলে এলাকার বেলুরিয়া খালের পাশে একটি বিলে মাছ ধরতে গিয়ে ইয়াকুব আর ফিরে আসেননি। মঙ্গলবার স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।
কেএম/এমএইচএস