যেখানে নৌকা প্রতীক, সেখানেই হাজির হন নিজের মাথায় নৌকা আকৃতির চুলের কাটিং দেওয়া কিশোরগঞ্জ জেলার ভৈরবের নুরুল ইসলাম। আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন৷ সে জন্য মাদারীপুরের শিবচরে জনসভাস্থলে হাজির হয়েছেন তিনি। সঙ্গে আছেন তার নাতি আলিপও।

আগামীকাল শনিবার (২৫ জুন) বাঙালির গর্বের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন হবে। সেতুর উদ্বোধন শেষে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে জনসভাস্থলের বাইরে দেখা মেলে নুরুলের। সাথে থাকা নাতি আলিপের মাথায়ও নৌকা আকৃতির চুলের কাটিং।

জানতে চাইলে নুরুল ঢাকা পোস্টকে বলেন, ২০০৬ থেকেই আমি নৌকা এভাবে (মাথায়) রেখেছি। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নাতির মাথায় এভাবে নৌকা বানানো হয়েছে। আমি মারা গেলে আমার নাতি সেই আদর্শ ধরে রাখবে৷

এখানে কেন এসেছেন, জানতে চাইলে তিনি বলেন, আমার ম্যাডাম (প্রধানমন্ত্রী) পদ্মা সেতুর উদ্বোধন করবেন, সেজন্য এখানে এসেছি।

এর আগে নারায়ণগঞ্জ, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখা যায় তাকে। নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে সেসব জায়গায় গিয়েছিলেন তিনি৷

এসএইচআর/এসকেডি