রাজধানীর বনানীর আউয়াল সেন্টারের পাশ থেকে নাসির উদ্দিন (৪৬) নামে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুন) রাত ১১টর দিকে মরদেহটি উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার রাতে বনানীর দুইটি ভবনের মাঝ থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তিনি মোংলা এলাকায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। ঢাকায় বন্ধুর সাথে দেখা করতে এসেছিলেন বলে জানিয়েছিলেন তার পরিবারকে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। আমাদের কাছে বিষয়টি এখনও রহস্যজনক। কীভাবে তিনি দুই ভবনের মাঝখানে পড়ে গেলেন, সেই রহস্য উদঘাটনের চেষ্টা করছি আমরা। পরে বিকেলে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এসএএ/এসকেডি