ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার বলেছেন, পদ্মা সেতু শুধু দুটি নদীর তীরের সংযোগই নয়, এটি বাংলাদেশের অতীতকে উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে সংযুক্ত করার প্রতীক।

শনিবার পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেওয়া জার্মান রাষ্ট্রদূত রোববার (২৬ জুন) এক বার্তায় সেতু নিয়ে এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, দীর্ঘদিনের লালিত পদ্মা সেতুকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের অসাধারণ উন্নয়নের ইতিহাসে এটি সত্যিই একটি মাইলফলক। এ বিশাল এবং সুন্দর সেতুটি প্রযুক্তিগতভাবে মাস্টারপিস এবং বাংলাদেশ কী অর্জন করতে সক্ষম তার প্রমাণ সারা বিশ্বকে দেয়।

আখিম ট্র্যোস্টার বলেন, এটা এখন সবার কাছে দৃশ্যমান যে বাংলাদেশ নিশ্চিতভাবে স্বল্পোন্নত দেশের মর্যাদা ছেড়েছে। ব্যক্তিগতভাবে আমি এ ঐতিহাসিক উদ্বোধনের অংশ হতে পেরে খুবই আনন্দিত।

রাষ্ট্রদূত বলেন, সংযোগ, সহযোগিতা এবং বৃদ্ধির জন্য সেতু গুরুত্বপূর্ণ উপাদান। পদ্মা সেতু বাংলাদেশের জাতীয় সড়ক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। ৬ দশমিক ১৫ কিলোমিটারের সেতুটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। এটি বাণিজ্য, পর্যটন, বিনিয়োগ এবং আঞ্চলিক সংযোগে ব্যাপক অবদান রাখবে।

পদ্মা সেতু নিয়ে বাংলাদেশের গর্ব করার মতো অনেক কারণ আছে বলে মনে করেন জার্মান রাষ্ট্রদূত।

এনআই/আইএসএইচ