রাজধানীর দক্ষিণ বনশ্রীতে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বেলা পৌনে ১১টায় দক্ষিণ বনশ্রীর জি ব্লকের ১২/৫ নম্বর রোডে রক্সি স্যান্ডেল কারখানায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি ঢাকা পোস্টকে বলেন, বেলা পৌনে ১১টায় আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ২টি ইউনিট যুক্ত হয়। আগুন নেভানোর কাজে নেতৃত্ব দিয়েছেন উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান। তিনি আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাহান সিকদার আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভেনি। প্রচুর ধোঁয়া রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের একটি দল আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে।

এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পায়নি ফায়ার সার্ভিস। 

এআর/এমএইচএস