যুক্তরাষ্ট্রের রেনো শহরে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করেছে লস এঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট।
শুক্রবার (স্থানীয় সময় রাত ৯টায়) নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেনো ও পার্শ্ববর্তী শহরগুলোতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জুন) লস এঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জানায়, ওইদিন পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্বপ্নের পদ্মা সেতু উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতেই পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পড়ে শোনানো হয়।
বিজ্ঞাপন
লস এঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও সাহসী পদক্ষেপে নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রতীক।
দেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনার সুবিধাগ্রহণ করে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানান।
২৫ ও ২৬ জুন নেভাদা অঙ্গরাজ্যের রেনো ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দেওয়ার উদ্দেশ্যে দুই দিনব্যাপী একটি কনস্যুলার ক্যাম্প আয়োজন করা হয়।
এনআই/এসএম