ভারতে পাচার হওয়া ২৫ নারী-শিশু দেশে ফিরেছে
পাচারের শিকার হয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে থাকা ২৫ জন বাংলাদেশি নারী ও শিশুকে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রত্যাবর্তন করা হয়েছে বলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
উপ-হাইকমিশন জানায়, কলকাতা এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে প্রতিষ্ঠিত নারী ও শিশু পাচার রোধবিষয়ক বিশেষ টাস্কফোর্সের যৌথ উদ্যোগে পরিচালিত প্রচেষ্টার ধারাবাহিকতায় ভারতে পাচারের শিকার ২৫ জন বাংলাদেশি নারী ও শিশুকে মঙ্গলবার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
উপ-হাইকমিশনের তথ্য বলছে, সবশেষ গত ২২ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমে থাকা ২৩ জন বাংলাদেশি নারী ও শিশুকে দেশে প্রত্যাবর্তন করা হয়।
বিজ্ঞাপন
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে থাকা বাংলাদেশি নারী ও শিশুদের দেশে প্রত্যাবর্তন প্রক্রিয়া চলমান রয়েছে। কয়েক দফায় পাচার হওয়া বাংলাদেশি নারী ও শিশুদের প্রত্যাবর্তন করা হয়েছে।
এনআই/আরএইচ