ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির ওসমান আলীকে সভাপতি ও এম এম জীবনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছেন ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি।

বুধবার (২৯ জুন) ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক বাবুল দেওয়ান এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো. নুর হোসেন, মো. হারুন ভান্ডারী, মনির হোসেন, কামাল আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পাপন আশ্চর্য, বাদশা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক বাবুল বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাসেম, কোষাধ‍্যক্ষ মো. সাজ্জাদ শুভ, দপ্তর সম্পাদক মো. শাহিন, প্রচার সম্পাদক মো. মমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মিলকল হোসেন শিশির, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহিন সরদার, সদস্য মনির হোসেন, শাহাদাত হোসেন রাজু, ইমন আলী, নাসির উদ্দিন, রিপন ও অলিউল্লাহ।

এসএএ/ওএফ