শিশুদের হৃদয়ে মাতৃভাষা দিবস
শহীদ মিনারে ফুল দিতে আসা শিশু
শিশুদের হৃদয়ে সাড়া জাগিয়েছে মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু-কিশোর উপস্থিতি চোখে পড়ার মতো। মা-বাবা ও ভাইদের সঙ্গে তারাও মিনার প্রাঙ্গণে এসেছে ভাষাশহীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে।
রোববার ( ২১ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে শহীদ মিনারে মায়ের সঙ্গে ফুল দিতে আসে দশ বছর বয়সী শিশু রাইসা বিনতে আলী। সে বলে, আম্মু আমাকে এখানে নিয়ে এসেছে। আম্মু বলেছেন, এখানে ভাষা শহীদদের ফুল দেওয়া হয়।
ভাইয়ের সঙ্গে ফুল দিতে আসা সাত বছর বয়সী শিশু তালহা ইউসুফ বলে, শহীদদের স্মরণে ফুল দিতে এখানে এসেছি। আগে কখনো আসিনি। ভাইয়া আমাকে এখানে নিয়ে এসেছে।
বিজ্ঞাপন
ছয় বছর বয়সী মানহা রশিদ রাইতা শহীদ মিনারে এসেছে বাবার সঙ্গে। সে জানায়, সে এখানে শ্রদ্ধা জানাতে এসেছে। বাবা তাকে একটি গোলাপ ফুল কিনে দিয়েছে। গোলাপ দিয়ে সে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে।
বিজ্ঞাপন
মানহার বাবা আলতাফ ভূঞা ঢাকা পোস্টকে বলেন, ছোট থেকেই শিশুদের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন সম্পর্কে জানাতে হবে। তাহলে তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা মজবুত হবে। দেশের ইতিহাস সম্পর্কে জানাতে হলে তাদের এসব স্থানে নিয়ে আসতে হবে। শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে তাদের এসব স্থান দেখাতে হবে।
আরএইচ