রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলে নিমতলার আল মদিনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামে একটি টিন শেড কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে কার্টন তৈরির ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১ জুলাই) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টা ১৭ মিনিটে আগুন লাগার খবরে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩২ মিনিটে। এরপর একে একে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মোট পাঁচটি  ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সম্পূর্ণ নির্বাপণ হয় ৬টা ১০ মিনিটে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লাখ টাকা। উদ্ধারের পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। এই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেইউ/এসকেডি