গাজীপুরের টঙ্গী বিসিক হাজীর মাজার এলাকায় ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) দিনব্যাপী এই ক্যাম্পেইন থেকে প্রায় আড়াইশো গরিব দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।

স্থানীয় কাউন্সিলর গিয়াস সরকারের করপোরেট গ্রুপ ‘টিম গ্রুপ’-এর উদ্যোগে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। স্পেশালাইজড দুই জন চিকিৎসক ও চার জন নার্স সেখানে চিকিৎসা সেবা দেন। এছাড়া টিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টিম ফার্মাসিউটিক্যালস বিনামূল্যে ওষুধ বিতরণ করে।

কাউন্সিলর গিয়াস সরকার টিম গ্রুপের এই নিয়মিত সামাজিক কার্যক্রমের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, এই সেবা কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। দুঃস্থদের জন্য নিয়মিত এই সেবা কার্যক্রম চালিয়ে যেতে তিনি টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিবকে অনুরোধ জানান।

এসময় টিম গ্রুপের মহাব্যবস্থাপক নূর-ই সাইফুল্লাহ ফয়সাল, ব্যবস্থাপক তানভীর আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচএস