৯ মামলা মাথায় নিয়েও ফেনসিডিলের ব্যবসা ছাড়েননি রোজিনা
দেশের বিভিন্ন থানায় মাদক নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে ৯টি মামলা রয়েছে মাদক ব্যবসায়ী মোছা. রোজিনা আক্তারের বিরুদ্ধে। এতো মামলা থাকার পরেও মাদক ব্যবসা থেকে সরে আসেননি তিনি।
সর্বশেষ সোমবার দিবাগত রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ রোজিনা ও তার আরেক সহযোগী পলি আক্তারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।
বিজ্ঞাপন
ডিবি সূত্রে জানা যায়, কুমিল্লা সদর, দেবিদ্বার, কোতোয়ালিসহ ডিএমপির সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিশেষ ক্ষমতা আইনে আরও ৯টি মামলা রয়েছে। গতকাল ১২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে রমনা থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে। রোজিনার বিরুদ্ধে এখন মামলার সংখ্যা ১০।
মঙ্গলবার (৫ জুন) ডিবি মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মো.আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে আমাদের কাছে গোপন সংবাদ আসে সেগুনবাগিচা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল বিক্রি করার জন্য অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোজিনা ও তার সহযোগী পলিকে ১২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।
• আরও পড়ুন : ওষুধের আড়ালে ‘ভয়ংকর মাদক’ মরফিন-প্যাথেডিনের কারবার
তিনি বলেন, গ্রেপ্তারের পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, রোজিনার নামে কুমিল্লা সদর, দেবিদ্বার, কোতয়ালীসহ ডিএমপির সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিশেষ ক্ষমতা আইনে আরও ৯টি মামলা রয়েছে। রোজিনা ৯ মামলা মাথায় নিয়েও দীর্ঘ দিন ধরে মাদকব্যবসা করে আসছেন।
এবার ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়ায় ডিএমপির রমনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা যুক্ত হলো। এই মামলায় রিমান্ড আবেদন করে রোজিনাকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
এমএসি/এনএফ