ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিন চলছে আজ। মঙ্গলবার (৫ জুলাই) ঈদযাত্রার প্রথম দিনের মতো এদিনও কিছুটা বিলম্বে ছেড়েছে কয়েকটি ট্রেন। বিলম্বে ট্রেন ছাড়লেও ভিড় না থাকায় বেশিরভাগ যাত্রীই সন্তুষ্ট। 

বুধবার (৬ জুলাই) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুন>> বুধবার থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৭ ট্রেন

রেল স্টেশনের প্লাটফর্ম ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে দশটায় জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা থাকলেও সেটি ১৫ মিনিট দেরিতে পৌনে ১১টায় কমলাপুর স্টেশন ছেড়ে যায়। কিশোরগঞ্জ এক্সপ্রেস সকাল ১০টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি কমলাপুর রেলস্টেশন ছাড়ে বেলা ১১টা ১৫ মিনিটে। সিলেটের জয়ন্তিকা এক্সপ্রেস বেলা ১১টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সাড়ে ১১টার সময়ও প্লাটফর্মে অবস্থান করছে। রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে প্লাটফর্ম ছাড়ে।

কিছুটা বিলম্ব হলেও সন্তুষ্টি প্রকাশ করে জামালপুর এক্সপ্রেস এর যাত্রী রাশেদুল শাওন ঢাকা পোস্টকে বলেন, ঈদযাত্রার ট্রেনের টিকিট কাটতে অনেক বেগ পোহাতে হয়েছে। অবশেষে ট্রেনের দেখা পেয়েছি, বাড়ি যাচ্ছি। ট্রেনটি ১৫ মিনিট দেরিতে ছাড়ছে। তবুও বড় কোনো শিডিউল বিপর্যয় হয়নি এটাই সবচেয়ে বড় কথা।

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রী তানভীর আহমেদ বলেন, যুদ্ধের ময়দান থেকে টিকিট কেটে ট্রেনে উঠতে পেরেছি এটাই বড় কথা। ঈদের সময় কিছুটা বিলম্ব হতেই পারে। সবশেষে ঠিকঠাক বাড়ি পৌঁছাতে পারলেই হয়।

রংপুর এক্সপ্রেসের যাত্রী আফসানা আফরিন বলেন, সেই সকাল থেকে স্টেশনে এসে বসে আছি। কিন্তু ট্রেনের দেখা নেই। সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল ট্রেন। কিন্তু ট্রেনটি দশটার কিছু সময় পর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। টিকিট কাটতে ভোগান্তি, প্লাটফর্মে এসে দেখি ট্রেন নেই। এতকিছু কি আর মানা যায়। বাসে যেতে দ্বিগুন ভাড়া গুনতে হয়, সময়ও লাগে ২/৩ গুন বেশি।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ১৬টি ট্রেন প্লাটফর্ম ছেড়েছে। সকালের দিকের কোনো ট্রেনে বিলম্ব হয়নি। রংপুর এক্সপ্রেস ৫০ মিনিট দেরিতে কমলাপুর এসে পৌঁছেছে। তাই ট্রেনটির সঠিক সময়ে আমরা ছাড়তে পারিনি।

তিনি আরও বলেন, আজ রাজধানী থেকে ট্রেনে অন্তত ৫৫ থেকে ৬০ হাজার মানুষ রাজধানী ছাড়তে পারবে বলে আশা করছি।

এমএইচএন/জেডএস