পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে নিজ এলাকা পঞ্চগড়ে গিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে বাহন হিসেবে ব্যবহার করেছেন উড়োজাহাজ।

বুধবার (৬ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে বেসরকারি বিমানের একটি ফ্লাইটে মন্ত্রী রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

আরও পড়ুন : ‘স্ত্রীর ভুলে’ বিব্রত রেলমন্ত্রী

রেলের কর্তা হয়েও উড়োজাহাজে বাড়ি ফেরায় ইতোমধ্যে নেটিজেনদের কাছে সমালোচিত হচ্ছেন তিনি। পাশাপাশি কমলাপুর রেলস্টেশনে শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে পড়া নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রী প্রশ্ন তুলেছেন, রেলের কর্তা উড়োজাহাজে বাড়ি ফিরলে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কীভাবে বুঝবেন? আর না বুঝলে ভোগান্তি কমাতে কী পদক্ষেপই বা নেবেন তিনি? 

এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছে ঢাকা পোস্ট।

নিজ সেক্টরের বাইরে নানা কারণেই বিভিন্ন সময় সংবাদের শিরোনামে উঠে এসেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিয়ে করে, তার স্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে তিন যাত্রীর বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার ঘটনাকে কেন্দ্র করে ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) শফিকুল ইসলামকে বরখাস্তের ঘটনায় তিনি আলোচনায় উঠে আসেন। 

এমএইচএন/আরএইচ