রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে মো. জাহিদ (১৬) নামে এক কিশোরকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুর রহিম নামে আরেক কিশোরকে আটক করা হয়েছে। বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে গুরুতর আহত কিশোর জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।  

জাহিদের মামা আব্দুল গাফফার ঢাকা পোস্টকে বলেন, আমার ভাগিনা যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় একটি জুতার কারখানায় কাজ করে। তার সহকর্মী আব্দুর রহিম আমার ভাগিনার পায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে হাওয়া দেয়। এতে আমার ভাগিনা অসুস্থ হয়ে পড়ে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। 

তিনি আরও বলেন, এ ঘটনায় তার সহকর্মী আব্দুর রহিমকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। আমার ভাগিনার অবস্থা ভালো নয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, পায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে হাওয়া দেওয়ায় ওই কিশোর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

এসএএ/এসকেডি