দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা বাতিল
শিডিউল বিপর্যয়ের কারণে দ্রুতযান এক্সপ্রেসের রাত ৮টা ও পঞ্চগড় এক্সপ্রেসের রাত ১০টা ৪৫ মিনিটের ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
শনিবার (৯ জুলাই) বেলা সোয়া ১১টায় নিজ কার্যালয়ে এ কথা জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
বিজ্ঞাপন
আরও পড়ুন>> ঈদযাত্রায় উত্তরবঙ্গের ট্রেনগুলোতে ‘ভোগান্তির প্রতিযোগিতা’
তিনি বলেন, একটু আগে পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে গেল। এগুলো ফিরে আসবে কবে বলেন! সে কারণে পঞ্চগড় এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। এসব ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বা তারা চাইলে অন্য ট্রেনেও যেতে পারবেন।
বিজ্ঞাপন
পঞ্চগড় এক্সপ্রেস ১২ ঘণ্টা দেরিতে ছাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, যাত্রীদের জনস্রোত হুড়মুড় করে ট্রেনে উঠে পড়বে, এটা আমাদের ধারণার বাইরে ছিল। আমাদের এলিট ফোর্স তথা রেলওয়ে পুলিশ, র্যাবসহ সরকারের বিভিন্ন বাহিনী দিয়েও এদের প্রতিহত করা গেল না। জনস্রোত কখনও প্রতিহত করা যায় না। যেহেতু সবাই ঘরমুখী, এই কারণে সবাই ট্রেনে উঠে পড়েছে। মানুষের চাপের কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে পঞ্চগড় এক্সপ্রেসের পাঁচটি বগি বসে যায়। ওখানে যতটুকু সম্ভব যাত্রী নামানো হয়েছে। চার-পাঁচ ঘণ্টা দেরি হয়েছে সেখানে। যে কারণে ট্রেন কমলাপুর আসতে দেরি হয়েছে।
এএজে/জেডএস