রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে তাদের কাছ থেকে ৩৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

র‍্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, শুক্রবার (৮ জুলাই) রাতে জানা যায়, কুষ্টিয়ার খাজানগর এলাকা থেকে একটি মিনি ট্রাকে মাদক কারবারিরা কোরবানির পশুর খাদ্যের আড়ালে ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি উত্তরা ১ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কে তল্লাশি চৌকি বসায়। সেখান তল্লাশি চালিয়ে সেলিম রানা (৩২), জাহিদুল ইসলাম (৪৩) ও ড্রাইভার বাবুল হোসেনকে (৪৩) গ্রেপ্তার করা হয়।

এসময় ৩৯৯ বোতল ফেনসিডিল, ৪টি মোবাইল, ৩২০০ টাকা, ৫৮ বস্তা গো-খাদ্য (ধানের কুড়া) ও মাদক পরিবহন ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে নতুন নতুন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল রাজধানীর বিভিন্ন এলাকায় পাচারসহ ক্রয়-বিক্রয় করে আসছিল।

জব্দ করা মাদক ও গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেইউ/এমএইচএস