গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৫
রাজধানীর পোস্তগোলা শশ্মানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেপ্তাররা হলেন, মো. হানিফ ওরফে টুন্ডা হানিফ, মো. নাছির উদ্দিন, নবী হোসেন, জামাল হোসেন ও মো. তোহিদ।
বিজ্ঞাপন
ডিবি পুলিশ বলছে, গ্রেপ্তাররা পেশাদার ডাকাত। শুক্রবার সকাল সোয়া ৭ টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু আশরাফ সিদ্দিকী বলেন, শনিবার (৯ জুলাই) রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে পোস্তগোলা শশ্মানঘাট এলাকায় কয়েকজন অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে গিয়ে সকাল সোয়া ৭টার দিকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ম্যাগজিনসহ দেশে তৈরি একটি পিস্তল, দুইটি চাপাতি, একটি ছুরি ও একটি চাকু জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেপ্তাররা রাজধানীর শ্যামপুর, ওয়ারী ও গেন্ডারিয়াসহ ঢাকা শহরের বিভিন্ন গরুর হাটের ব্যবসায়ীদের টার্গেট করে ডাকাতির করার জন্য অস্ত্রসহ সেখানে জড়ো হয়েছিল। ডিএমপির শ্যামপুর মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারদের শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়।
জেইউ/এসকেডি