স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, ইতিহাস ও শিল্পকলা বিশারদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রফেসর ড. এনামুল হক (৮৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার (১০ জুলাই) দুপুরে ড. এনামুল হক রাজধানীর নিজ বাসভবনে মারা যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার সহকর্মী (রিসার্চ ফেলো) সাইফুল ইসলাম।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও ইতিহাস-প্রত্নতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণ এশিয়ার শিল্প নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে ১৯৬২ সালে এনামুল হক তৎকালীন ঢাকা জাদুঘরে যোগদান করেন। ১৯৬৫ সালে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ ও ১৯৬৯ সালে পরিচালক হিসেবে কাজ করেন।

ড. এনামুল হক ১৯৭৩ সালের ১০ নভেম্বর পরিচালক এবং ১৯৮৩ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ১৯৯১ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

কাজের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে একুশে পদক ও ২০২০ সালে স্বাধীনতা পদক এবং ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত হন তিনি।

ড. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেডএস